মাধবপুরে ইয়াবা’র চালানসহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২১, ৭:৫৫:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুরে থেকে ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার হেফাজতে থাকা ২ হাজার ২৪৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। শনিবার দুপুরে র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃত মো.সুজন মিয়া (৩২) মাধবপুর উপজেলার দেবনগর এলাকার মো. আব্দুল হাশেমের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, এর অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমাসহ সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর থানার নোয়াহাটি এলাকায় অভিযান চালায়। অভিযানে ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি সুজন মিয়াকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে।