বালাগঞ্জ ও বিশ্বনাথ থানার ওসি বদলি
প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২১, ১১:৩৩:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জেলা পুলিশের আওতাধীন বালাগঞ্জ ও বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি করা হয়েছে। এই দুই থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে।
রোববার সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
আদেশ অনুযায়ী বিশ্বনাথ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন বালাগঞ্জ থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী আতাউর রহমান। আর বালাগঞ্জ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন গোলাপগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নাজমুল হাসান।
এদিকে, বিশ্বনাথ থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম মুসাকে সিলেট রেঞ্জে পদায়ন করা হয়েছে।