করোনায় বিপর্যস্ত বিশ্বে ব্যতিক্রম ভুটান, একজনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২১, ১:২৯:২৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত। সংক্রমণ বেড়েছে ভারতের প্রতিবেশী দেশগুলোতেও। কিন্তু করোনা সংক্রমণের তালিকায় ব্যতিক্রম দক্ষিণ এশিয়ার দেশ ভুটান। সেখানে এখন পর্যন্ত করোনায় মাত্র একজনের মৃত্যু হয়েছে। খবর ওয়ার্ল্ডোমিটার্সের।
এদিকে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, করোনার সংক্রমণ শুরুর দিকে ভুটানের রাজধানী থিম্পুর হাসপাতালে সংক্রমিত হয়ে এক যুবকের মৃত্যু হয়। তারপর আর করোনায় কোনো মৃত্যু নেই দেশটিতে। দৈনিক সংক্রমণও নিয়ন্ত্রণে। সবশেষ শনিবার ভুটানে আক্রান্তের সংখ্যা ১১ জন।
বিশেষজ্ঞরা বলছেন, জনস্বাস্থ্যে বিশেষ জোর দেওয়ার কারণেই ভুটানে এখন পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে। দেশটিতে মোট ৩৩৭ জন চিকিৎসক ও তিন হাজার স্বাস্থ্যকর্মী রয়েছে। এত কম সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়েও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সফল হচ্ছে ভুটান।