যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক আহাদ আর নেই
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২১, ৩:৫৮:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ প্রবাসী সাংবাদিক এম সিন উদ্দিন আহাদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন।
আজ রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর সোয়া ২টার দিকে নিউইয়র্কের লং আইল্যাণ্ডের নথ’সয়োর ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে সাংবাদিক আহাদের বয়স হয়েছিলো ৪৫ বছর। তিনি মা-বাবা, ভাই-বোন, স্ত্রীসহ ৩ সন্তানসহ সহকর্মী, অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, সাংবাদিক এম সিন উদ্দিনের বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা গ্রামের বাসিন্দা, বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল খালিক লালুর ছেলে। তিনি ২০১৬ সালে ৮ নভেম্বর স্বপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এরপর থেকেই তিনি পরিবারের সাথে নিউইর্য়কে বসবাস করতেন। গত বছরের ২১ অক্টোবর হঠাৎ করে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরিবারের সদস্যরা লংআইল্যাণ্ডের নথ’সয়োর ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করানোর পর তাঁর শরীরে বিরল এক এ্যালার্জি ধরা পড়ে। এরপর দীর্ঘ প্রায় সাড়ে ছয় মাস ধরে তিনি নিউইয়র্কের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শোক প্রকাশ : এদিকে সাংবাদিক এম সিন উদ্দিন আহাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, পৌর মেয়র আব্দুস শুক্কুর, বিয়ানীবাজার প্রেসক্লাব সভাপতি সজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এ টি এম তুরাব প্রমুখ।
পৃথক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।