সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২১, ৪:৪২:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগে একদিনে করোনায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ১ মে থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২০ দিনে করোনা সংক্রমিত হয়ে ৩৪ জন মারা গেলেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৭২ জনের।
বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনায় সংক্রান্ত দৈনিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৭৪৮ জনের। বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৩৮৪ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩০৮ জন মারা গেছেন।
বিভাগে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত)২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৭২ জনের মধ্যে ৫২ জন সিলেট, ৭ জন সুনামগঞ্জের, ৪ জন হবিগঞ্জ এবং ৯ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। বিভাগের মধ্যে সিলেট জেলায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছেন ১৪ হাজার ১২২ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৭৭৪, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৪৫০ ও মৌলভীজার জেলায় ২ হাজার ৪০২ জন।
সিলেট বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলায় ৩০৮ জন, সুনামগঞ্জ জেলায় ২৯, হবিগঞ্জ জেলায় ১৮ ও মৌলভীবাজার জেলায় মারা গেছেন ২৯ জন।
একই দিনে বিভাগে করোনামুক্ত হয়েছেন ৪২ জন। তাঁদের মধ্যে সিলেট জেলার ২৯ জন, হবিগঞ্জ জেলার ৮ এবং মৌলভীবাজার জেলার ৫ জন বাসিন্দা রয়েছেন। আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ২০ হাজার ৫৪০ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৩ হাজার ৬১২ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৬৯৪, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৯৬৩ এবং মৌলভীবাজার জেলায় ২ হাজার ২৭১ জন। বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলায় ৩০৮ জন, সুনামগঞ্জ জেলায় ২৯, হবিগঞ্জ জেলায় ১৮ ও মৌলভীবাজার জেলায় মারা গেছেন ২৯ জন।
আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনায় আক্রান্ত ১৭৩ জন চিকিৎসাধীন। এর মধ্যে সিলেট জেলায় ১৬৫ জন, সুনামগঞ্জ জেলায় ৩ ও হবিগঞ্জ জেলায় ৫ জন চিকিৎসাধীন।
আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনায় আক্রান্ত ১৭৩ জন চিকিৎসাধীন। এর মধ্যে সিলেট জেলায় ১৬৫ জন, সুনামগঞ্জ জেলায় ৩ ও হবিগঞ্জ জেলায় ৫ জন চিকিৎসাধীন।