বাংলাদেশের আলু-পটল বিক্রি হচ্ছে মালয়েশিয়ার বৃহৎ মল লুলুতে
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২১, ৮:০৪:০৮ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: বাংলাদেশের কৃষি পণ্য আলু ও পটল বিক্রি হচ্ছে মালয়েশিয়ার বৃহৎ মল লুলুতে। মলে সাজিয়ে রাখা হয়েছে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের শব্জি ও ফল। সব দেশের পতাকা সম্বলিত সবজি ও ফলের দাম আটানো হয়েছে। বাংলাদেশের আলু কেজি প্রতি দাম লেখা রয়েছে ১.৯৯ রিঙ্গিত এবং পটলের কেজি প্রতি দাম লেখা রয়েছে ১২.৯৯ রিঙ্গিত।
১৯ মে সরেজমিন বৃহৎ মল লুলুতে দেখা গেছে, ক্রেতাদের বাংলাদেশের আলু ও পটলের প্রতি চাহিদা। কয়েকজন ক্রেতা বাংলাদেশের ষ্টিকার সম্বলিত আলু ও পটল ৫ কেজি ২ কেজি করে কিনে নিচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন ক্রেতা বললেন বাংলাদেশি সবজি তার খুব পছন্দ।
মালয়েশিয়ার মেলাকার, সিতি নূরাইনি থাকেন কুয়ালালামপুর শহরে। চলমান বিধিনিষেধের কারণে এক সঙ্গে প্রচুর সওদা কিনেছেন। এর মধ্যে তালিকায় তার পছন্দের সবজি আলু ও পটল। অন্যান্য দেশের এ আইটেম থাকলেও দেখা গেলো কিনেছেন বাংলাদেশের আলু ও পটল। প্রশ্ন করা হলে সিতি বললেন, বাংলাদেশের আলু তার পছন্দ।
লুলুতে কাজ করেন প্রায় ১৩ থেকে ২০ জন বাংলাদেশি। টাঙ্গাইলের শফিক দু;বছর ধরে লুলুতে কাজ করছেন। শফিক জানান, আমাদের দেশের সবজির ব্যাপক চাহিদা রয়েছে এখানে। দুই বছর ধরেই দেখে আসছি ক্রেতারা কিনে নিচ্ছেন আমাদের দেশের সবজি। দেশের সবজি বিদেশের মাটিতে বিক্রি হচ্ছে এটাই তার আনন্দ। শফিক আরোও জানান বাংলাদেশের কৃষিপণ্যের পাশাপাশি প্রাণ কোম্পানির মুড়ি, জুস, বিস্কুট ও বিক্রি হচ্ছে লুলুতে।
এ দিকে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক উৎপাদিত আলু চলতি বছরে মালয়েশিয়ায় রপ্তানি শুরু করে। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশের রপ্তানিকারক প্রতিষ্ঠান ন্যানো গ্রুপ ও বিএডিসির মধ্যে আলু উৎপাদন ও রপ্তানিবিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী বিএডিসি এ পর্যন্ত ৪টি কনটেইনারের মাধ্যমে মোট ১১১ টন ডায়মন্ড জাতের আলু মালয়েশিয়ায় রপ্তানি করেছে। মালয়েশিয়ার আমদানিকারক কোম্পানি মাইডিন মালয়েশিয়া, চিন হুয়াত ট্রেডিং ও টেনবিলি গ্রুপ এ আলু আমদানি করে। বিএডিসির ইতিহাসে এটাই সর্বপ্রথম মালয়েশিয়ায় আলু রপ্তানি। রপ্তানিকৃত এ আলু বগুড়া, পঞ্চগড় ও সিরাজগঞ্জ থেকে সরবরাহ করা হয়েছে।
মালয়েশিয়া প্রতিবছর প্রায় একশ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের আলু আমদানি করে থাকে। এর মধ্যে অর্ধেকের বেশি আলু আমদানি করে চীন থেকে। মালয়েশিয়ার অন্যান্য প্রধান আলু আমদানিকারক দেশগুলো হলো, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।
বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (বাণিজ্যিক) মো. রাজিবুল আহসান জানান, করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে মালয়েশিয়ায় খাদ্যপণ্য বিশেষ করে কৃষি পণ্যের আমদানি আগের তুলনায় বেড়ে গেছে। এ ছাড়া অন্যান্য কৃষি পণ্যের পাশাপাশি সম্প্রতি মালয়েশিয়াতে নতুন করে বাংলাদেশের কাচা কলা ও লেবু রফতানীর উদ্যোগ করা হয়েছে বলে জানিয়েছেন হাইকমিশনের কাউন্সেলর বাণিজ্যিক রাজিবুল আহসান।