হার্ট ফাউন্ডেশন নিয়ে লন্ডনে সভা
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২১, ৮:৫২:২৪ অপরাহ্ন
লন্ডন সংবাদদাতা: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের ৭ম তলা নির্মাণের প্রস্তুতির জন্য মঙ্গলবার সন্ধ্যা ৭টায় লন্ডনে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। চ্যানেল এস’র চেয়ারম্যান ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সিনিয়র ভাইস চেয়ারম্যান আহমদ উস সামাদ চৌধুরীর সভাপতিত্বে সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শেখ ফারুক আহমদ।
হার্টের রোগী বৃদ্ধি পাওয়ার কারণে বর্তমানে ৭ম তলা নির্মাণের উদ্দেশ্যে ফান্ড রেইজিং অনুষ্ঠান আগামী সেপ্টেম্বরের ১৯ তারিখ করার লক্ষ্যে সকল পার্মানেন্ট ডোনার মেম্বাররা মতামত দেন এবং আহমদ উস সামাদ চৌধুরীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সেক্রেটারি মিছবাহ জামালের পরিচালনায় পার্মানেন্ট ডোনার মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন এফ এন এইচ এফ এস চেয়ারম্যান মাহমুদুর রশীদ, চ্যানেল এস’র ফাউন্ডার চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল, এস আই আজাদ আলী, ডা. আলাউদ্দিন আহমদ, মহিন চৌধুরী, এম শামসউদ্দিন, এম এ কাইয়ুম, মানিক মিয়া, বজলুর রশীদ এম বি ই, মোহাম্মদ ইছবাহ উদ্দিন, মনসুর আহমদ খান, আবদাল মিয়া, এনায়েত খান, মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, মোহাম্মদ জুবায়ের, ফারহান মাসুদ খান, অহিদ উদ্দিন, পলি রহমান, রেজাউল করিম মৃধা, শামসউদ্দিন প্রমুখ।