কোম্পানীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২১, ৯:২৮:৩৪ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে আড়াই বছরের মোঃ সাইফ আহমদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার কলাবাড়ি গ্রামের তোফায়েল আহমেদ (আবু) এর একমাত্র ছেলে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
জানা যায়, ঈদের দাওয়াতে মোঃ সাইফ আহমদ তার মায়ের সাথে নানার বাড়ি ছনবাড়ী গ্রামে বেড়াতে যায়। সেখানে খেলা করতে করতে তাদের বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে নানা বাড়ির লোকজন অনেক খুঁজাখোঁজি করে বিকাল ৩টায় পুকুর থেকে তাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
নিহতের চাচা আসাদুজ্জামান রুবেল সাইফ আহমদের মৃত্যুর সত্যতা জানিয়ে বলেন, সে তার মায়ের সাথে নানার বাড়ি বেড়াতে গিয়েছিল। সেখানে পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে।