ফিলিস্তিনে নৃশংস গণহত্যার প্রতিবাদে নাজিরবাজারে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২১, ৭:৪০:০৫ অপরাহ্ন
মজলুম রাষ্ট্র ফিলিস্তিনে সন্ত্রাসী ইসরাইলের চালানো একের পর এক বর্বর হামলা ও নৃশংসভাবে গণহত্যার প্রতিবাদে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহত্তর নাজিরবাজার এলাকার সর্বস্তরের তাওহিদি জনতার উদ্যোগে শুক্রবার জুমআর নামাজ শেষে স্থানীয় নাজিরবাজারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা পোষণ করে মিছিল সহকারে যোগ দেন স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
নাজিরবাজার জামে মসজিদ পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও ব্যবসায়ী আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা সেবুল আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন রাজনীতিবিদ আ স ম মিসবাহ উদ্দিন, নুরুল ইসলাম, আশিক আলী, ঝাজর জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা আবদুল কাদির, সমাজসেবী জয়নুল হক আলম, মানববন্ধন কর্মসূচির অন্যতম সমন্বয়ক হেলাল আহমদ, অগ্রগামী সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি আব্দুল মান্নান রিপন, হোসেইন আহমদ প্রবেল, আসাদুজ্জামান নূর, দারুল কোরআন মাদরাসার শিক্ষক জুনেদ আল আবিদ, ব্যবসায়ী মুহিউদ্দিন, আবুল কালাম রুনু, রেজাউল হক ডালিম, ওহি আহমদ, আব্দুল আমিন, শাহ রায়হান আহমদ রিমু, হাফিজ রেজাউল করিম, ব্যবসায়ী নাজিম উদ্দিন রাহিন, মাহবুবুল আলম, সেলিম আহমদ, দবির মিয়া প্রমুখ।
সভা শেষে মুনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা হাফিজুর রহমান। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন দারুল কোরআন মাদরাসা নাজিরবাজার-এর শিক্ষার্থী মারুফ আহমদ। বিজ্ঞপ্তি