সিলেটে করোনায় আরও ৩ মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২১, ৫:৫৮:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে ঈদের পর থেকে করোনায় বেড়েছে মৃত্যু ও সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। নিহত তিনজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে চলতি মাসের ২২ দিনে করোনায় সংক্রমিত হয়ে ৩৮ জনের মৃত্যুর ঘটনা ঘটল।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৬৬ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে মোট ২১ হাজার ৯১১ জনের। বিভাগে করোনায় মারা গেছেন মোট ৩৮৮ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩১২ জন মারা গেছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাসংক্রান্ত দৈনিক প্রতিবেদনে আজ শনিবার দুপুরে এ তথ্য জানানো হয়েছে। একই দিনে বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৩ জন। তাঁদের মধ্যে সিলেট জেলার ২৮ ও মৌলভীবাজারের বাসিন্দা ১৫ জন। বিভাগে মোট সুস্থ হয়েছেন ২০ হাজার ৬৫৯ জন।
বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৬৬ জনের মধ্যে ৫৭ জন সিলেট জেলায় বাসিন্দা, ৫ জন হবিগঞ্জের ও ৪ জন মৌলভীবাজারের।
বিভাগের মধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ২৬১ জনের, সুনামগঞ্জে ২ হাজার ৭৭৮, হবিগঞ্জে ২ হাজার ৪৬২ ও মৌলভীবাজারে ২ হাজার ৪১০ জনের করোনা শনাক্ত হয়েছে।