দক্ষিণ সুরমায় ৭ জুয়াড়ি কারাগারে
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২১, ৮:০৯:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমায় একটি কলোনিতে অভিযান চালিয়ে জুয়ার এজেন্টসহ ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাত ২টার দিকে কদমতলি ফেরিঘাট এলাকার লিটন মিয়ার কলোনিতে এ অভিযান চালানো হয়।
শনিবার তাদেরকে সংশ্লিষ্ট আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জুয়াড়িরা হলো, সাহাজুল ইসলাম রিপন (১৯),মো. ঠান্ডা মিয়া (২৬), হযরত আলী (২৬), বাদশা মিয়া (৩৫), ইব্রাহিম (৩৭), আহমদ আলী (৫২) এবং মো. বকুল মিয়া (৩২)।