ক্বিন ব্রিজ এলাকার অবৈধ লেগুনাস্ট্যান্ড উচ্ছেদ
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২১, ৮:১২:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীতে গড়ে উঠা অবৈধ লেগুনাস্ট্যান্ড উচ্ছেদ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এ সময় ১০টি লেগুনা গাড়ি রেকার করা হয়।
শনিবার সকাল ১১টার দিকে ক্বিন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এ স্ট্যান্ড উচ্ছেদ করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) জ্যোতির্ময় সরকার পিপিএম।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন থেকে বন্দরবাজার এলাকার ক্বিন ব্রিজের নিচে পশ্চিম পাশে সারিবদ্ধ ভাবে লেগুনা গাড়ি দাঁড় করিয়ে অবৈধভাবে স্ট্যান্ড গড়ে তুলেন। লকডাউন ঘোষণার পর ধোপাদিঘির পারে ট্রাফিক পুলিশ অভিযান চালালে চালক-শ্রমিকরা সেখান থেকে লেগুনাগুলো ক্বিন ব্রিজ এলাকায় নিয়ে আসে। প্রথম দিকে ৪/৫টি লেগুনা রাখলেও সময়ের সাথে বাড়তে থাকে গাড়ির সংখ্যা।
এ বিষয়ে অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) জ্যোতির্ময় সরকার বলেন, বিষয়টি আমাদের নজরে পড়লে শনিবার সকাল ১১টার দিকে অভিযান শুরু করে ক্বিন ব্রিজ এলাকায় গড়ে অবৈধ লেগুনাস্ট্যান্ডটি উচ্ছেদ করা হয়। অভিযানের সময় ১০টি লেগুনা গাড়িকে রেকার করা হয়েছে। সেখানে যদি কেউ গাড়ি রাখার চেষ্টা করেন তার বিরোধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।