গ্রীস থেকে লাশ হয়ে ফিরলেন বিয়ানীবাজারের আরিফ
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২১, ৮:২১:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ইউরোপের চোখ ধাঁধানো জীবনের স্বপ্নে বিভোর হয়ে দালালদের খপ্পরে পড়ে অবশেষে লাশ হয়ে দেশে ফিরেছেন সিলেটের বিয়ানীবাজারের এক যুবক। তার নাম আরিফ আহমদ (২৫)। তিনি উপজেলার শেওলা ইউনিয়নের দক্ষিণভাগ গ্রামের শরফ উদ্দিনের ছেলে।
শনিবার ভোরে ইউরোপের দেশ গ্রীস থেকে ঢাকার হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ আসলে পরিবারের সদস্যরা গ্রহণ করেন। এরপর ওইদিন বিকাল সাড়ে ৫টায় মেওয়ার জামেয়া ক্বাসিমুল উলুম মাদ্রাসা মাঠে তার জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আসআদ উদ্দিন।
শেওলা ইউপির সাবেক চেয়ারম্যান আক্তার খান জাহেদের সঞ্চালনায় জানাযার নামাজের পূর্বে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। জানাজায় উপস্থিত ছিলেন শেওলা ইউপি চেয়ারম্যান জহুর উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুদ খান, শেওলা ইউপি সদস্য ছালেহ আহমদসহ সর্বস্তরের এলাকাবাসী।