হবিগঞ্জ সদর হাসপাতাল: ময়লার দুর্গন্ধে দুর্ভোগে রোগীরা
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২১, ৯:৩২:৫৫ অপরাহ্ন
সংবাদদাতা: হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের বেহাল অবস্থা। রোগীদের বেডের পাশে এবং বাইরে অনেকটা যেন ডাম্পিং স্টেশনে পরিণত হয়েছে হাসপাতালটি। নোংরা আবর্জনার মধ্যে দিয়েই চলছে জেলাবাসীর স্বাস্থ্যসেবা। এতে করে স্বাস্থ্য সেবার চেয়ে স্বাস্থ্য ঝুঁকিই বেশি রয়েছে। এ যেন দেখার কেউ নেই।
এরমধ্যেই হবিগঞ্জ জেলার ৯ টি উপজেলা, ৬ টি পৌরসভার ৪ টি সংসদীয় আসনের কয়েক লক্ষাধীক মানুষের স্বাস্থ্যসেবার জায়গা হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল। ২৫০ শয্যার এই হাসপাতালের চারপাশে নোংরা ময়লা আবর্জনা জমে ডাম্পিংয়ে পরিণত হয়েছে। এ ধরণের পরিবেশ থেকে ভয়ানক ডেঙ্গু মশা সৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে বলে মনে করছেন সচেতন মহল। হাসপাতালের এই পরিবেশ নিয়ে কথা হয় প্রায় ৭/৮ জন রোগী ও তাদের স্বজনদের সাথে। তারা বলেন, হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের এমন অবস্থা হবে ভাবা যায় না। কারণ জেলায় তো বেশির ভাগ লোকই শিক্ষিত, সচেতন।
তাহলে এই হাসপাতাল নিয়ে কেউ কোনো কিছু বলেন না কেন? আমরা যারা রোগী চারপাশের পচা দুর্গন্ধে আমাদের শ্বাস কষ্ট বেড়ে যায়। রোগের কারণে বাধ্য হয়ে এমন পরিবেশেই থাকতে হয়। তবে হাসপাতালের পরিবেশ এমন হবে কেন? এর দায় কে নেবে? নাম প্রকাশে অনিচ্ছুক হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের এক চিকিৎসক বলেন, চারপাশের পচা দুর্গন্ধে রোগীদের স্বাস্থ্য সেবা দিতে আমাদেরও সমস্যা হয়। কে চায় নোংরা পরিবেশ ও চারপাশের ময়লার গন্ধে কাজ করতে। আমাদের ও কিছু করার নেই।