এয়ারপোর্ট রোডে ছিনতাইয়ের শিকার গোয়েন্দা পুলিশ সদস্য
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২১, ৩:৩৬:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের এয়ারপোর্ট সড়কে যাত্রীবেশী ছিনতাইকারীর কবলে পড়েছেন স্পেশাল ব্রাঞ্চ (এসবি) পুলিশ কনস্টেবল শাহজাহান মিয়া। এ সময় ছিনতাইকারী তার পকেট থেকে নগদ টাকা ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।
শনিবার (২২ মে) দুপুরে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাইফুল ইসলাম (৩৭) নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ সময় তার অন্য সহযোগীরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় কর্মরত স্পেশাল ব্রাঞ্চের পুলিশ কনস্টেবল শাহাজাহান মিয়া শনিবার (২২ মে) দুপুর দেড়টায় আম্বরখানা পয়েন্ট থেকে সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১১-২৩৯৭) উঠেন। এসময় ওই সিএনজি অটোরিকশায় যাত্রীবেশী আরও ৩ ছিনতাইকারী ছিলো। সিএনজি অটোরিকশা উঠে পুলিশ কনস্টেবল শাহজাহান মিয়া বড়শালা নতুন বাজারে আসার পথে ছিনতাইকারীরা সিএনজি অটোরিকশাটি লাক্কাতুরা চা বাগানস্থ সিএমবি কোয়ার্টারের সামনে দুপুর ১টা ৫০ মিনিটে দাঁড় করায়। এসময় ছিনতাইকারীরা পুলিশ কনস্টেবল শাহাজাহানকে মারধর করে প্যান্টের পকেট থেকে ছিনতাইকারী সাইফুল ইসলাম ৩শত টাকা ছিনিয়ে নেয়।
এছাড়া অপর দুই ছিনতাইকারী আব্দুল হালিম ও উজ্জল মিয়া পুলিশ কনস্টেবল শাহজাহানের পকেট থেকে মানিব্যাগ ও মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে নগরীর দিকে আসতে চাইলে শাহাজাহান মিয়া ছিনতাইকারী বলে চিৎকার করে সিএনজি অটোরিকশাকে ধাওয়া করেন। এসময় স্থানীয়রাও এগিয়ে আসলে ২জন ছিনতাইকারী পালিয়ে গেলেও সাইফুল ইসলাম নামের এক ছিনতাইকারীসহ সিএনজি অটোরিকশা আটক করে পুলিশকে খবর দিলে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাইকারী সাইফুল ইসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। থানা পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাইফুল ইসলাম পালিয়ে যাওয়া তার সহযোগী ছিনতাইকারী আব্দুল হালিম ও উজ্জল মিয়া সম্পর্কে সার্বিক তথ্য দিলে সাইফুল ইসলামসহ পলাতকদের বিরুদ্ধে থানা বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম (৩৭) নেত্রকোণা জেলার কৃষ্ণপুর গ্রামের মৃত বেগ সাহেব ওরফে বক্কু বেগের ছেলে। এছাড়াও পলাতকরা হচ্ছে, সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন শিবপুর (সাগন শ্রীপুর পশ্চিমপাড়া) গ্রামের কাদির মিয়ার ছেলে উজ্জল মিয়া (৩৬) ও একই গ্রামের আব্দুল হালিম ওরফে মেম্বার (৪০)।
বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ওসি মাইনুল ইসলাম জাকির। তিনি বলেন, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় কর্মরত পুলিশ কনস্টেবল শাহজাহান মিয়া ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকরে ছিনতাইকারী পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা সাইফুল ইসলাম নামের এক ছিনতাইকারীকে ধরতে পারলেও উজ্জল ও আব্দুল হালিম পালিয়ে যায়। এ ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। পুলিশ পলাতক আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।