শহীদ শামসুদ্দিন হাসপাতালে আরো ২ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২১, ৫:১৩:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন পুরুষ এবং অপজন নারী। শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. চয়ন রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মারা যাওয়া ২ জনের মধ্যে ৭০ বছর বয়সী একজন পুরুষ ও অন্যজন ৮০ বছর বয়সের নারী। মারা যাওয়া পুরুষ ব্যক্তির বাড়ি সুনামগঞ্জ জেলায়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। আর মারা যাওয়া নারী সিলেট জেলার বাসিন্দা। তিনি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
তিনি আরো বলেন, হাসপাতালে শনিবার রাত ৯টা পর্যন্ত ৬৩ করোনা রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ২৯ জন করোনায় আক্রান্ত হয়ে আরো ৩৪ জন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।