বালাগঞ্জে জাতীয়পার্টির মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২১, ৭:১৩:১১ অপরাহ্ন
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, পল্লীবন্ধু হোসাইন মুহাম্মদ এরশাদ এদেশের মাটি ও মানুষের উন্নয়নে কাজ করে গেছেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ও কৃষি বিপ্লবে ব্যাপক উন্নয়ন করেছিলেন। বর্তমান সরকারের আমলে দেশে উন্নয়ন হলেও বালাগঞ্জ এখনও অনেক পিছিয়ে রয়েছে। আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই বালাগঞ্জ আর পিছিয়ে থাকবে না।
শনিবার বিকেলে বালাগঞ্জ উপজেলার জাতীয়পার্টি, যুব সংহতি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত পৃথক পৃথক মতবিনিময় সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বালাগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমান এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক জামাল আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জাতীয় যুব সংহতির জেলার সহ সভাপতি মর্তুজ আহমদ চৌধুরী, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বালাগঞ্জ ইউপি জাতীয় পার্টির সভাপতি রহমত আলী বাদল মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, জাপা নেতা গনেষ বাবু, জামাল মিয়া, রজব আলী, দক্ষিণ সুরমা উপজেলা যুব সংহতির আহবায়ক আখতার হোসেন, দেওয়ান বাজার ইউপি জাপার সভাপতি হুশিয়ার আলী, সাধারণ সম্পাদক শিতার আলী, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল সালিক রাহাদ, পশ্চিম গৌরিপুর ইউপি জাপার সভাপতি মোঃ আখলু মিয়া, সাধারণ সম্পাদক তুরণ শিকদার, বোয়ালজুড় ইউপি জাপার ভারপ্রাপ্ত সভাপতি নিয়াজ মিয়া, জাপা নেতা ইয়াবর আলী, সুমন মিয়া, পিয়ারা বেগম, ফজলুর রহমান, মোঃ ইউনুছ মিয়া, কুদ্দুছ মিয়া, আব্দুল আহাদ, শেখ নজরুল ইসলাম, শাহিন মিয়া, ইছকন্দর আলী, তৈমুছ মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি