নগরীতে ১৩ মামলার আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২১, ৮:১৩:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর সোবহানীঘাট থেকে শীর্ষ সন্ত্রাসী উজ্জ্বল মিয়া (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সোবহানীঘাটস্থ হোটেল আল-আবিদের একটি কক্ষ থেকে এয়ারপোর্ট থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পর তাকে আদালতে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহাম্মদ মাইনুল জাকির।
গ্রেফতারকৃত উজ্জ্বল মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সাগন শ্রীপুর পশ্চিম পাড়া এলাকার কাদির মিয়ার ছেলে।
তার বিরুদ্ধে খুন, দস্যুতা, চুরি, ছিনতাই, বিস্ফোরক, পুলিশের উপর হামলাসগ সহ মোট ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যমে) বিএম আশরাফ উল্যাহ তাহের।