উপ-নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২১, ৮:১৫:০৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ মৃত্যুবরণ করায় তার আসনটিসহ জাতীয় সংসদের আরো তিনটি আসনের উপ-নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে শনিবার দলের স্থায়ী কমিটির এক ভার্চ্যুয়াল সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশন সিলেট-৩, লক্ষীপুর-২, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের যে উপ-নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে, তা বিএনপি বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।