বাঁশঝাড় থেকে পৌনে ২ লাখ পাতার বিড়ি উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২১, ১০:১৭:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
সিলেটের জৈন্তাপুরে বাঁশঝাড়ের ভিতর থেকে প্রায় পৌনে দুই লাখ পাতার বিড়ি উদ্ধার করেছে র্যাব-৯। শনিবার রাত আনুমানিক পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব-৯ এর ইসলামপুর ক্যাম্পের একটি দল বিড়িগুলো উদ্ধার করে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি ওবাইন বলেন, ধারণা করা হচ্ছে, কোন চোরাকারবারী বিড়িগুলো জেলার বিভিন্ন প্রান্তে সুযোগে পাচার করার উদ্দেশ্যে এখানে সংরক্ষণ করেছিলো। উদ্ধারকৃত ভারতীয় পাতার বিড়ির পরিমান ১ লক্ষ ৮৯ হাজার শলাকা। তিনি বলেন, বিড়িগুলো সিলেট জেলা কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।