বলৎকারের অভিযোগে মাদরাসার প্রিন্সিপাল আটক
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২১, ১০:৫৮:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমার মোমিনখলায় এতিম বাচ্চাদের বলৎকারের অভিযোগে মাদরাসার প্রিন্সিপালকে আটক করা হয়েছে।
রোববার রাত সাড়ে ৭টায় মোমিনখলা শাহজালাল তমজিদিয়া হাফিজিয়া মাদরাসা থেকে তাকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
আটককৃত সৈয়দ দিলোয়ার হোসেন এর বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ গ্রামে।
আলাপকালে দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, এতিমখানার এতিম বাচ্চাদের দীর্ঘদিন বলৎকার করে আসছেন মাদরাসার প্রিন্সিপাল সৈয়দ দিলোয়ার হোসেন। এতিমরা এমন অভিযোগ করলে রোববার মাদরাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।