ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে এমদাদ চৌধুরীর ঈদ পুনর্মিলনী
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২১, ৮:১২:৪০ অপরাহ্ন
সিলেট মহানগর ও বিভিন্ন ইউনিট ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরীর উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর একটি রেস্টুুরেন্টের হলরুমে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন মহানগর ছাড়াও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীদের সাথে কুশলাদি বিনিময়ের পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও করোনা মহামারী থেকে সুরক্ষা কামনায় মোনাজাত করা হয়।
মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মুর্শেদ, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, সহ-শিল্প সম্পাদক নজির হোসেন ও মহানগর বিএনপির সদস্য মাহবুব আহমদ চৌধুরী, সিলেট মহানগর ছাত্রদল সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, সহ-সভাপতি আব্দুল করিম জোনাক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ আহমদ ও শাহ আকাব উদ্দিন পলাশ, মহানগর ছাত্রদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক ও তানভীর আহমদ, মহানগর সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, মহানগর আপ্যায়ন সম্পাদক ইফতেখার আহমদ চৌধুরী সানি, সাবেক বিজ্ঞান বিষয়ক সম্পাদক মিশলু আহমদ রাজ, মদন মোহন বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব মকসুদুল করিম, সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন রাসেল, মহানগর ছাত্রদলের সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নয়ন পাশা, মদন মোহন বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহান আল মাহমুদ খান, ১৬নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক কনক কান্তি দাশ ও ছাত্রদল নেতা উসমান হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি