কানাডা আওয়ামীলীগ প্রতিষ্ঠাতা সভাপতি আহাদের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২১, ৮:২৮:৩৬ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জকিগঞ্জের আব্দুল আহাদ গত রাত সোয়া দুইটায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর চট্টগ্রামের মরহুম জহুর আহমেদ চৌধুরী ইন্তেকালের পর তাঁর মেয়ে শিরিন এর সাথে আব্দুল আহাদের বিয়ের সকল কিছু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নিজ কন্যার বিয়ের মতো সকল আয়োজন করেছিলেন তিনি। আব্দুল আহাদের তৈরি কর্মীরা আজ বাংলাদেশ আওয়ামী লীগের বড় বড় নেতা, কেউ এমপি কেউবা মন্ত্রী। কানাডা আওয়ামীলীগ নেতা এবং বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ নেতা ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম এ আহাদ।
এম এ আহাদ মন্ট্রিয়াল এবং অন্টারিও শহরে বাঙালি কমিউনিটির প্রিয় মানুষ। ১৯৮৮ সালে আহাদের উদ্যোগে প্রথম কানাডা আওয়ামী লীগ গঠনের সিদ্ধান্ত হয়। তার বাসায় মন্ট্রিয়ালের স্থানীয় বাঙালি প্রবাসী, বঙ্গবন্ধু প্রেমিক, মুক্তিযুদ্ধের আদর্শিক কর্মীবৃন্দ নিয়ে কানাডা কমিটি গঠনের যাত্রা শুরু করেন ।
মরহুমের ১ম জানাযার নামাজ দামপাড়া বাড়ির প্রাঙ্গনে আজ সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। ২য় জানাজার নামাজ হবে জকিগঞ্জের পিল্লাকান্দিতে। জকিগঞ্জের জানাযার সময় পরে জানানো হবে।