সুরমা মার্কেটে আবাসিক হোটেল থেকে ২ নারীসহ আটক ৭
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২১, ৯:২৭:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নগরীর সুরমা মার্কেটের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ২ জন নারী রয়েছেন। সোমবার বেলা আড়াইটার দিকে নগরীর সুরমা মার্কেটের বদরুল আবাসিক হোটেল থেকে পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সুরমা মার্কেটের বদরুল আবাসিক হোটেলে একদল পুলিশ অভিযান চালায়। বন্দরবাজার ফাঁড়ির একদল পুলিশ ওই হোটেলে গিয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকায় ২ নারী ও ৫ পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।
আটককৃত ৫ পুরুষের মধ্যে ৩ জনের বাড়ী দক্ষিণ সুরমার মোগলাবাজারে, একজন ওসমানীনগর ও একজন সুনামগঞ্জের বাসিন্দা। তবে পুলিশ ২ নারীর নাম ঠিকানা উল্লেখ করেনি।
উল্লেখ্য, ইতিপূর্বেও অসামাজিক কাজে লিপ্ত থাকায় বদরুল হোটেলে অভিযান চালিয়ে কয়েকজন নারী পুরুষকে আটক করা হয়েছিল।