দক্ষিণ সুরমায় ১৫ জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২১, ৯:২৮:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পৃথক অভিযানে দক্ষিণ সুরমা থেকে ১৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১ টার দিকে দক্ষিণ সুরমা থানার বরইকান্দি মকন দোকানস্থ রেল লাইনের পাশের একটি কলোনি ও রাত সোয়া ১০টার দিকে বরইকান্দি এলাকার একটি বাড়ি থেকে এই ১৫ জনকে পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- মো. চাঁন মিয়া (২৫), আফাজ উদ্দিন (৩৩), মো. জাকির হোসেন (২৯), মো. জাহেদ মিয়া (৪৪), মো. রাজন আহমদ (২৮), মো. কামাল মিয়া (৩০), রাসেল (৩৫), জাকির (২২), জাকের (২৪), বাবলু (৩০) শাহিন (২৬), সায়েদুর রহমান (৩০), জাহাঙ্গীর (২৫), স্বাধীন মিয়া (৩৫) ও মঞ্জু আহমদ (৩০)।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামের নেৃতত্বে বরইকান্দি মকন দোকানস্থ রেল লাইনের পাশে রাসেল মিয়ার কলোনিতে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে গ্রেফতার করে থানাপুলিশ। এর আগে রাত সোয়া ১০টার দিকে ওসি মো. মনিরুল ইসলামের নেৃতত্বে থানার আরেকদল পুলিশ বরইকান্দি ৩নং রোডের মৃত সোনা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জুয়াড়িদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।