জকিগঞ্জে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২১, ৯:৩২:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জকিগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। রোববার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল পণ্য পাওয়ায় এসব প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ৪টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাবের সাথে অভিযানে অংশ নেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক আমিরুল ইসলাম।