শাবি’র ল্যাবে আরো ৫৯ জন করোনা শনাক্ত
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২১, ১:২০:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসি-আর ল্যাবে আরো ৫৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সোমবার ল্যাবটির দৈনিক নমুনা পরীক্ষায় তারা করোনা রোগী হিসেবে শনাক্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ জি এম নুরনবী আজাদ জুয়েল জানান, সোমবার শাবির ল্যাবে ৩৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২৭ জন, সুনামগঞ্জের ৬ জন, হবিগঞ্জের ১৭ জন ও মৌলভীবাজার জেলার ৯ জন রয়েছেন।