দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২১, ১:২৬:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার ফাঁসির গাছ নামক স্থানে বাসের ধাক্কায় ফরহাদ নামের কিশোর নিহত হন। এ সময় আহত হয়েছেন আরো ৩ জন।
নিহত ফরহাদ বিশ্বনাথ উপজেলার হরিকলস গ্রামের আছকির আলীর পুত্র।
জানা যায়, সিলেটগামী সিএনজি চালিত অটোরিক্সা কে দ্রুতগামী একটি বাস পিছন থেকে ধাক্কা দিলে সিএনজি উল্টে যায় এবং সব যাত্রী আহত হন। আহতদের মধ্যে ফরহাদ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।