দক্ষিণ সুরমায় ট্রাকের ধাক্কায় ৩ দোকান ক্ষতিগ্রস্ত
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২১, ৭:৪৩:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: দক্ষিণ সুরমার বাইপাস রোড দাউদপুর এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গত শুক্রবার বিকেলে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় কোন ক্ষতিপূরণ না পাওয়ার লোকসানের মুখে পড়েছেন ৩টি দোকান এবং মার্কেট মালিক।
জানা যায়, শাহ সিমেন্টে মালবোঝাই একটি ট্রাক গত শুক্রবার বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে দাউদপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদের মালিকানধীন মার্কেটে ঢুকে পড়ে। এতে নয়ন ভলকানাইজিং, পারভেজ স্টোর ও দিনাজপুর ট্রান্সপোর্ট নামে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়।
এ ব্যাপারে মার্কেট মালিক মাওলানা লোকমান আহমদ জানান, দুর্ঘটনার পরপরই ব্যসায়ীরা চালকসহ ট্রাকটি আটক করেন। দক্ষিণ সুরমা থানা পুলিশও ঘটনাস্থাল পরিদর্শন করে। গাড়ির মালিকের অনুরোধে আমরা মালবাহী গাড়িটি ছেড়ে দেই। কিন্তু ৪দিন পরও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কোন ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এতে ব্যাপক লোকসানে পড়েছে ৩টি দোকানের ব্যবসায়ীরা। বিজ্ঞপ্তি