নগরীতে সুইমিংপুলে সাঁতারে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২১, ৮:১৭:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর মির্জাজাঙ্গালে হোটেল নির্ভানা ইনের সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় এ ঘটনা ঘটে। হোটেলের ম্যানেজার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিক্ষার্থী রৌদ্র নগরীর জিন্দাবাজার এলাকার বাসিন্দা। সে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলো।
নিহত রৌদ্রের সাথে সাঁতার কাটা একরাম হোসেন জানান, বিকাল ৫টার দিকে তারা হোটেল নির্ভানা ইনের সুইমিংপুলে সাঁতার কাটতে নামেন। এ সময় রৌদ্রের সহপাঠীরাও সাথে ছিলো। পুলে নামার আধাঘন্টার মধ্যে রৌদ্রকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজার পরও তাকে না পাওয়ায় হোটেলের কর্মীরা পুলে নামেন। তখন হোটেলের কর্মীরা দেখতে পান রৌদ্র পানির নিচে ডুবে আছে। সেখান থেকে উদ্ধার করে তাকে ওসমানী মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।