প্রধানমন্ত্রীর প্রণোদনা লোন পেলেন ২৭৬ নারী উদ্যোক্তা
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২১, ৮:৫৮:১৫ অপরাহ্ন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ঘোষিত করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ্য প্রান্তিক নারী উদ্যোক্তা দের প্রণোদনা ঋণ তহবিল থেকে তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর ২৭৬ জন ক্ষতিগ্রস্থ তৃণমূল নারী উদ্যোক্তারা বিসিক থেকে ব্যবসা চালু রাখার জন্য ঋণপ্রাপ্তি হয়েছেন।
মঙ্গলবার বিসিক কার্যালয় থেকে ৩১ জন নারী উদ্যোক্তা ঋণ সুবিধা গ্রহণ করেন ইতিমধ্যে টীজার ইন্টারন্যাশনাল নামক একটি প্রতিষ্ঠান থেকে করোনাকালে হোম বেসড ওয়ার্কার্সদের স্টক হয়ে যাওয়া পণ্য সমূহের একটি বৃহৎ অংশ কোভিড-১৯ এইড ফান্ড থেকে ক্রয় করে নেওয়ার জন্য তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটির সাথে চুক্তিবদ্ধ হয়েছে।
করোনা কালীন এই সঙ্কট সময়ে প্রান্তিক নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর জন্য তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিসিকের চেয়ারম্যান মোস্তাক হাসান, এনডিসি-কে অভিনন্দন জ্ঞাপন করা হয়। বিজ্ঞপ্তি