শাহপরানে পলাতক আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২১, ৯:১০:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহপরান থেকে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত পলাতক আসামী মোহাম্মদ আলীকে (২৪) কারাগারে পাঠানো হয়েছে। সে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া এলাকার আনোয়ার আলীর ছেলে।
মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহপরান মাজার গেইট থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি দল।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি ওবাইন বিষয়টি নিশ্চিত করেন।