দরবস্তে টমটম ও লেগুনার সংঘর্ষে নিহত ১, আহত ৬
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২১, ৫:১৩:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট-তামাবিল মহাসড়কে আবারও দুর্ঘটনা ঘটেছে। এবার ব্যাটারিচালিত টমটম ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ১ জনের। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে জৈন্তাপুর দরবস্তের বারইকান্দি এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির নাম ইমাম উদ্দিন (৪৫)। তিনি গোয়াইনঘাট উপজেলার বরহাল লাফনাউট এলাকার সফর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট-তামাবিল সড়কের দরবস্ত এলাকার বারইকান্দি নামক স্থানে ব্যাটারিচালিত টমটম ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির ৭ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৩ জনকে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।