থেমে নেই পতিতাবৃত্তি ৪ দিনে গ্রেফতার ১৪
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২১, ৬:৫৩:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে অবাসিক হোটেলগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানেও থেমে নেই পতিতাবৃত্তি। নগরীতে ঘড়ে উঠা এসব আবাসিক হোটেল যেন মিনি পতিতালয় হিসেবে রূপ নিয়েছে।
গত রোববার থেকে বুধবার পর্যন্ত এই চারদিন অবৈধ পুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। এদের মধ্যে নারী ৬ জন ও পুরুষ ৮ জন। তবে অজ্ঞাত কারণে ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মূল হোতারা।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নগরীর সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ২ জন নারী ও ২ জন পুরুষকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতরা হলো, জালালাবাদ থানার জঙ্গারকান্দি এলাকার নুর ইসলামের ছেলে মো. মিলন (২৪) ও জকিগঞ্জ থানার কসকনপুর বিয়াবাই এলাকার আব্দুল মানিকের পুত্র লিটন আহমদ (২০)। তবে অপর দুই নারীর নাম ঠিকানা জানা যায়নি।