চুনারুঘাটে মাদকসহ যুবক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২১, ৬:৫৪:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাটে মাদকসহ এ কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার হেফাজতে থাকা ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। বুধবার দুপুরে র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি ওবাইন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত সুহেল মিয়া (২৮) চুনারুঘাট থানার হাপ্টার হাওর এলাকার মো. আব্দুল হামিদের ছেলে।
র্যাব জানায়, মঙ্গলবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা ও সহকারী পুলিশ সুপার লুৎফর রহমানের নেতৃত্বে চুনারুঘাটের দেওরগাছ চন্ডিছড়া মাজার এলাকা থেকে র্যাব তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।