শাহীনুর পাশার সম্পদের হিসাব চেয়েছে দুদক
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২১, ৭:০৪:১৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রিয় আইন বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এডভোকেট শাহীনুর পাশা চৌধুরীর সম্পদের হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের পরিচালক মো. আকতার হোসেন এ সংক্রান্ত চিঠি সরকারী বিভিন্ন দপ্তরে পাঠিয়েছেন। চিঠিতে হেফাজত নেতাদের পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের জমির দাগ, খতিয়ানসহ নথিও চাওয়া হয়েছে।
জানা যায়, গত ১৭ মে হেফাজত নেতাদের সম্পদের অনুসন্ধানের জন্য দুদক পরিচালক মো. আকতার হোসেনকে প্রধান করে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ নুরুল হুদা, সহকারী পরিচালক মামুনুর রশীদ ও মো. সাইদুজ্জামান, উপ-সহকারী পরিচালক মো. সহিদুর রহমান।
এ বিষয়ে অনুসন্ধান কমিটির সদস্য ও দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম জানান, অনুসন্ধান দল তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করবে। এরপর যেসব অভিযোগ সুনির্দিষ্টভাবে আসবে, সেগুলোর তদন্ত হবে। যতো দ্রæত সম্ভব তদন্ত শেষ করা হবে।
এর আগে গত ৬ মে দিবাগত রাত ১২টার দিকে হেফাজত নেতা মাওলানা শাহিনুর পাশা চৌধুরীকে মসজিদে এতেকাফ থেকে করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।