জকিগঞ্জে ইয়াবাসহ আটক ৪
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২১, ৭:০৩:০১ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী শরীফগঞ্জ বাজার যাত্রী ছাউনীর সামনে থেকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪ জনকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার রাতে জকিগঞ্জ থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন, জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল গ্রামের মৃত হাজী আব্দুন নুরের ছেলে কামরুল ইসলাম কমরু উরফে আজিজুল হক (৪৬), উত্তরকুল মিনাপাড়া গ্রামের মৃত আলী আহমদের ছেলে ফারুক আহমদ (৪৫), সোনারগ্রামের তজম্মুল আলীর ছেলে মাছুম আহমদ (২৭) ও গঙ্গাজল গ্রামের মঈন উদ্দিনের ছেলে ফরহাদ আহমদ (২৫)। এ সময় আসামীদের নিকট থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
এব্যাপারে ওসি মোঃ আবুল কাসেম বলেন, এ ঘটনায় জকিগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে। আমরা মাদক নির্মূলে কাজ চালিয়ে যাচ্ছি। মাদকের সাথে জড়িতদের কোন ছাড় দেয়া হবেনা।