বাহুবলে ট্রেনের ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২১, ৬:৩৯:৩৭ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে পারাবত ট্রেনের ছাদ থেকে পড়ে আতিক মিয়া (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার রাউদগাঁও এলাকার রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার শাহীটুলা গ্রামের সোহেল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে পারাবত ট্রেনটি শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। এ সময় পারাবত ট্রেনের ছাদে উঠে আসছিলো কয়েকজন যুবক। ট্রেনটি বাহুবল উপজেলার রাদগাঁও এলাকায় পৌঁছামাত্রই রেললাইনের উপরে থাকা একটি তার আতিক মিয়ার গলায় পেঁচিয়ে যায়। এ সময় চলন্ত ট্রেন থেকে সে নিচে পড়ে যায়।
নিহত আতিক মিয়ার সহপাঠীরা শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে নেমে ঘটনাস্থলে এসে আতিক মিয়ার লাশ রেললাইনের পাশে চিহ্নিত করে কান্নাকাটি শুরু করে। পরে খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই ফারুক আহমেদ সংঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে গিয়ে নিহতের লাশ শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার এস আই হারুনুর রশিদ বলেন, আতিক মিয়ার লাশের সুরতহাল রিপোর্ট করছে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ। পরে মর্গে পাঠানো হবে।
বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আলমগীর কবির বলেন, নিহত যুবক তার কয়েকজন বন্ধুকে নিয়ে শ্রীমঙ্গল থেকে ট্রেনের ছাদে করে শায়েস্তাগঞ্জ আসছিল। নিহত যুবক ট্রেনের ছাদের উপর দাঁড়িয়ে আলো বাতাস উপভোগ করছিলেন, চলন্ত ট্রেনটি রাউদগাও নামকস্থানে পৌঁছলে রেললাইনের উপর থাকা একটি তারে গলা জড়িয়ে ধরলে নিচে পড়ে মারা যায়।