সিলেটের আসমা টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২১, ৬:৫১:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের মেয়ে কাউন্সিলর আসমা বেগম এবার যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশী কমিউনিটিতে বিপুল উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে।
বাঙালি কমিউনিটির মুখপাত্র হয়ে আসমা বেগম যুক্তরাজ্যে বাঙালিদের জন্য বিশেষভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
আসমা বেগমের গ্রামের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের রাউৎখাই গ্রামে।