ইয়াবা ব্যবসায়ী পাপ্পু কারাগারে
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২১, ৬:৫২:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর লালদীঘিরপাড় থেকে ৬৩ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে থানায় মামলা দায়ের করে। বৃহস্পতিবার তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী মাহফুজুর রহমান পাপ্পু (৩৬) সুনামগঞ্জের জগন্নাথপুর থানার লাউতলা গ্রামের সুলতান আহমেদের ছেলে। বর্তমানে সে কোতোয়ালি থানাধীন লালদিঘীরপাড় এলাকার ৬৮ নং বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী মডেল থানার ওসি আবু ফরহাদ। তিনি জানান, বুধবার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ পাপ্পু নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।