তারাপুর চা-বাগানে বাংলা মদসহ গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২১, ৬:৫৪:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শহরতলীর তারাপুর চা বাগান থেকে বাংলা মদসহ ২ জনকে আটক করেছে র্যাব। এ সময় তাদের হেফাজতে থাকা থেকে ১০ লিটার চোলাই বাংলা মদ জব্দ করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।
বৃহস্পতিবার ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, নগরীর পাঠানটুলা এলাকার মৃত কৃষ্ণ গোপের ছেলে দিপু গোপ (৫২) এবং বাগবাড়ি এলাকার মৃত বিমল দাসের ছেলে বিজন দাস বিপু (৫১)।
র্যাব জানায়, বুধবার সন্ধায় র্যাব-৯ অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বে ইসলামপুর ক্যাম্পের একটি আভিযানিক দল তারাপুর চা বাগান এলাকার বিকুল মুদির বাড়ি দেশীয় চোলাই মদসহ তাদেরকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।