কদমতলীতে এজেন্টসহ ৫ জুয়াড়ি কারাগারে
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২১, ৭:৪৬:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমায় জুয়া খেলার এজেন্টসহ ৫ জুয়াড়িকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে বুধবার রাত ১১টার দিকে কদমতলী ফেরীঘাটস্থ হেলাল মিয়ার কলোনী হতে তাদের আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, দিনাজপুরের বিরামপুর থানার কেশবপুর গ্রামের সামছুল হকের ছেলে মো: আমিরুল ইসলাম (৪৮), একই জেলার হাকিমপুর থানার ষষ্টীতলা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে মো: জিয়ারুল হক (৩৮), একই জেলার বিরামপুর থানার মনিরামপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে মো: শাহিনুল ইসলাম (৪৮), একই জেলার হাকিমপুরের মহরাপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. আব্দুল লতিফ (৬৫) এবং একই থানার চন্ডীপুর গ্রামের মৃত মনসের আলীর ছেলে মোঃ সামছুল আলম (৩০)। তার সকলের বর্তমানে কদমতলী ফেরীঘাট এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ১১টার দিকে কদমতলী ফেরীঘাটস্থ হেলাল মিয়ার কলোনীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫ জনকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।