জিয়ার মৃত্যুবার্ষিকীতে জেলা বিএনপির কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২১, ৯:২৬:৫৮ অপরাহ্ন
বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২ দিনের কর্মসুচী ঘোষণা করেছে সিলেট জেলা বিএনপি। কর্মসূচী হলো ২৯ মে শনিবার কেন্দ্রীয় বিএনপি আয়োজিত ভার্চ্যুয়াল আলোচনা সভায় যোগদান এবং ৩০ মে রোববার বাদ জোহর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গনে দোয়া মাহফিল।
যথা সময়ে উপস্থিত থেকে দোয়া মাহফিলে শরীক হওয়ার জন্য জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। একই সাথে ভার্চ্যুয়াল আলোচনায় যোগ দিতে জেলা বিএনপি নেতৃবন্দের প্রতি আহ্বান জানান তিনি। বিজ্ঞপ্তি