নবীগঞ্জে বিকাশ প্রতারণার শিকার প্রবাসী
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২১, ৫:৩২:৫৪ অপরাহ্ন
নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জে এক ওমান প্রবাসী বিকাশ প্রতারণার শিকার হয়েছেন। তিনি প্রায় অর্ধলক্ষ টাকা খুইয়ে এখন দিশেহারা।
সূত্রে জানা গেছে, ওই উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিটুয়া গ্রামের মাদরাসার ইমাম শাহনুর আহমদ এর ইমু নাম্বার হ্যাক করে গত ২৬ মে রাত সাড়ে ১১ টায় একটি ম্যাসেজ দেয় ছোট ভাই ওমান প্রবাসী সামসুল ইসলাম এর কাছে।এতে বলে জরুরি টাকা দরকার বাড়িতে টাকা পাঠাও। পরদিন সকালে ম্যাসেজটি দেখতে পেয়ে সামসুল ইসলাম বড় ভাই এর দেয়া আরেকটি নতুন বিকাশ নাম্বারে টাকা প্রেরণ করেন। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর বিকাশ একাউন্ট চেক করতে বলা হয়, ইমাম শাহনুর আহমদ মোবাইল নাম্বার চেক করে জানান, তিনি কোন টাকা পাননি, বিকাশে প্রেরণ করা ০১৭৬২-৫৯৯৫২৪ নাম্বারে ৬০ ষাট হাজার টাকা বিকাশে পাঠানোর পর বিকাশ একাউন্টটি বন্ধ দেখতে পেয়ে হতাশ হয়ে পড়েন ওমান প্রবাসী সামসুল ইসলাম।
উল্লেখ্য, চলতি মাসে নবীগঞ্জে বিকাশ প্রতারণা শিকার হয়ে ১ লক্ষ ৮০ হাজার টাকা খুইয়েছেন নবীগঞ্জের করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামের কলেজ পড়ুয়া ছাত্রী।
এ ব্যাপারে জানতে চাইলে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিশ আহমদ বলেন, বিকাশ প্রতারনার শিকার হচ্ছেন শুধুই শুনছি, থানায় কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি।