বদরুল হোটেলে ফের অভিযানে নারীসহ গ্রেফতার ১১
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২১, ৭:১৮:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর আবাসিক হোটেলে ফের অভিযান চালিয়ে নারীসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৮ জন নারী ও ৩ জন পুরুষ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে।
শুক্রবার সকালে নগরীর সুরমা মার্কেটের বদরুল আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়।
বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়। তবে বিজ্ঞপ্তিতে গ্রেফতারকৃত নারী ও পুরুষ নাম পরিচয় প্রকাশ করা হয়নি।