রেল লাইনের পাশে অজ্ঞাত লাশ
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২১, ৭:২১:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে রেল লাইনের পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার সকালে মাইজগাঁও-ভাটেরার মাঝামাঝি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অজ্ঞাত লাশটি রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে সিলেট রেলওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে, ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট রেলওয়ে থানার এসআই পলাশ ঘোষ। তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় মারা যাওয়া ওই ব্যক্তির বয়স অনুমানিক ৫৫ বছর। তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ে ছোট চেকের সাদা কালো রংয়ের হাফ শার্ট, খয়েরি রংয়ের ফুল পেন্ট এবং গায়ের রং ফর্সা ও মুখমÐল গোলাকার। নিহত ব্যক্তিকে কেউ শনাক্ত করতে পারলে মোবাইল নাম্বর ০১৩২০১৭৭৭৫০ ও ০১৭১৯৮৮৫৪৪২ যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।