জিন্দাবাজারে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২১, ৭:২৮:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীতে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পূর্ব জিন্দাবাজারের আর-বি কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো নগরীর কাজীটুলার মুরশেদ মিয়ার ছেলে ফরহাদ, সোনারপাড়ার শামসুল হক রকি ও চারাদিঘীরপাড়ের হুসাইন আহমদ বিজয়। এর মধ্যে বিজয় এ ঘটনার ভিকটিম ছিলো বলে জানায় পুলিশ।
এ প্রসঙ্গে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুস্তাফিজুর রহমান বলেন, পূর্ব শত্রæতার জের ধরে কিশোররা অন্য দুই কিশোরকে তুলে নিয়ে যাচ্ছিল। তারা একেক সময় একেক কথা বলছে।
প্রত্যক্ষদর্শী রুম্মান আহমদ জানান, কিশোরী মোহন স্কুলের সামনে থেকে রাত সাড়ে ৮টার দিকে একদল কিশোর অন্য দুই কিশোরকে মারপিঠ করে সিএনজি অটোরিকশায় তুলে নেয়। এরপর জেল রোডে সিএনজি অটোরিকশা বদলীয়ে ওই দুই জনকে তোলা হয় রিকসায়। সেখান থেকে রিকশা নিয়ে পূর্ব জিন্দাবাজারের আর.বি কমপ্লেক্সের সামনে আসলে স্থানীয় জনতা তাদেরকে আটক করে। এ সময় একজন পালিয়ে যায়। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে ৩ জনকে আটক করে।