শহরতলীর পোড়াবাড়ীতে গাঁজাসহ নারী আটক
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২১, ৭:৩৩:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শহরতলীর এয়ারপোর্ট এলাকায় গাঁজাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয় ৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয় লব্ধ নগদ ৬ হাজার ৮৫ টাকা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে এয়ারপোর্ট থানাধীন লাখাউড়া ইসলামপুর (পোড়াবাড়ী) কলকলি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তার স্বামী।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুলতানা বেগম ওই এলাকার শুক্কুর আলীর স্ত্রী।