আম্বরখানায় অটোচালক ছুরিকাহত
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২১, ৯:২৯:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গাড়ীতে যাত্রী তোলা নিয়ে পরিবহন শ্রমিকদের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এতে একজন ছুরিকাহতসহ ৩ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে আম্বরখানা পয়েন্টে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যাÐে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, শুনেছি এমন একটা ঘটনা ঘটেছে। তবে কোন অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।