সিলেটে করোনায় আরো ৫ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২১, ৫:৪৫:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেটে আরো ৫ জনের মৃত্যু ঘটেছে। মৃত্যুবরণকারী সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত মৃত্যুর সংখ্যা ৪০৩ জনে দাঁড়ালো। এরমধ্যে সিলেট জেলার ৩২৫, সুনামগঞ্জের ৩০, হবিগঞ্জের ১৮ এবং মৌলভীবাজারের ৩০ জন।
শনিবার সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয় থেকে প্রেরিত দৈনিক প্রতিবেদন এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরো ৯৪ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সিলেট জেলার ৪০, সুনামগঞ্জের ৫, হবিগঞ্জের ৯, মৌলভীবাজারের ২৪ এবং এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জনের করোনা শনাক্ত করা হয়।
এনিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাড়াঁল ২২ হাজার ৪৬১ জনে। এরমধ্যে সিলেট জেলার ১৪ হাজার ৬৮১, সুনামগঞ্জের ২৮০৯, হবিগঞ্জের ২৪৯৫ এবং মৌলভীবাজারের ২৪৭৬ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা। বর্তমানে সিলেট বিভাগে মোট ২২৯ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে আরো ২২ জন। এরমধ্যে সিলেট জেলার ১৭ জন এবং মৌলভীবাজারের ৫ জন। এনিয়ে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা দাড়াল ২১ হাজার ১৫৫ জন। এরমধ্যে সিলেট জেলার ১৪ হাজার ৩০ জন, সুনামগঞ্জের ২৭২৪ জন, হবিগঞ্জের ২০৭১ জন এবং মৌলভীবাজারের ২৩৩০ জন। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৪০৮ জন।